ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪৩৯০ টাকায় স্মার্টফোন, সঙ্গে ১৮ জিবি নেট ফ্রি!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মে ৩, ২০১৭
৪৩৯০ টাকায় স্মার্টফোন, সঙ্গে ১৮ জিবি নেট ফ্রি! স্মার্টফোন, সঙ্গে ১৮ জিবি নেট ফ্রি/ছবি: কাশেম হারুন

ঢাকা: চার হাজার ৩৯০ টাকায় স্মার্টফোন বাজারে আনলো বাংলালিংক-আইটেল। এই ফোনের সঙ্গে ফ্রি দেওয়া হচ্ছে ১৮ গিগাবাইট (জিবি) ইন্টারনেট ডাটা।

বুধবার (০৩ এপ্রিল) গুলশান-১ নম্বরে বাংলালিংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

মোবাইল অপারেটরটির হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ বলেন, ফোনটি কিনলে তিনমাসে ১৮ জিবি বাংলালিংকের ইন্টানেট ডাটা ফ্রি থাকছে।

এক্ষেত্রে প্রতিমাসে ৬ জিবি করে ব্যবহার করা যাবে। এছাড়া সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৫০ মিনিট টাইম পাওয়া যাবে। ফোনটির মডেল নম্বর 'আইটেল আইটি ১৫০৮'।

৫ ইঞ্চি স্ক্রিনের এ মোবাইল ফোনে অপারেটিং সিস্টেম-অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১। প্রসেসর ১.২ গিগাহার্টজের কোয়াড কোর। ব্যাক ক্যামেরা ৫ মেগাপিক্সেল (এমপি), ফ্রন্ট ক্যামেরা ২এমপি। আর ব্যাটারি হচ্ছে ২৪০০ মিলি অ্যাম্পেয়ার।

তিনি বলেন, এ দামের মধ্যে বাজারের অন্য মোবাইলগুলোর তুলনায় ভাল সার্ভিস দেবে মোবাইলটি।

এছাড়া ১০০দিনের মধ্যে কোনো সমস্যা হলে নতুন আরেকটি ফোন দেওয়া হবে।

তিনি বলেন, দেশে এ মুহূর্তে ৬ কোটি স্মার্টফোন ক্রেতা আছে। যাদের বেশিভাগই হচ্ছে ৪ হাজার থেকে ৭ হাজার টাকার ফোন কিনতে চায়।

এ সময় ট্র্যানসিয়ন বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হকসহ বাংলালিংকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মে ০৩, ২০১৭
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।