ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউরোপিয়ান মেশিনারিজের দিকে ঝোঁক

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
ইউরোপিয়ান মেশিনারিজের দিকে ঝোঁক এশিয়ান ফার্মা এক্সপো/ছবি: রানা-বাংলানিউজ

ঢাকা: মেলায় ৩৫টি দেশের প্রতিষ্ঠান অংশ নিলেও ইউরোপিয়ান দেশগুলোর প্রতিষ্ঠানের তৈরি মেশিনারিজের দিকেই বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর ঝোঁক বেশি। অন্য দেশের তুলনায় ইউরোপিয়ান দেশগুলোর প্রতিষ্ঠানের তৈরি মেশিনারিজের মান ভালো, টেকসই বেশি।

এ কারণেই বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর ঝোঁক বেশি বলে জানান সংশ্লিষ্টরা।  

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বাংলাদেশ ওষুধ শিল্প আয়োজিত নবম ‘এশিয়ান ফার্মা এক্সপো’ ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।



ফার্মা এক্সপোতে আগত বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্য যেকোনো দেশের ফার্মাসিউটিক্যাল মেশিনারিজের তুলনায় ইউরোপিয়ান দেশগুলোর প্রতিষ্ঠানের তৈরি মেশিনারিজ ভালো। যেমন, ভারত ও চীন ইউরোপিয়ান দেশগুলোর তৈরি মেশিনারিজের ফর্মুলা কপি করে নিজেদের দেশে বানায়। সে কারণে এসব মেশিনের মান ইউরোপিয়ান দেশগুলোর মতো নয়। তাই বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল উদ্যোক্তাদের প্রথম পছন্দই থাকে ইউরোপিয়ান মেশিনারিজ।

এ সম্পর্কে ফার্মা এক্সপোতে ঘুরতে আসা জেনারেল ফার্মাসিউটিক্যাল   লিমিটেডের কর্মকর্তা মো. আব্দুলা আল-মামুন বাংলানিউজকে বলেন, দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো চাচ্ছে এখন বিদেশি বাজারে ওষুধ রপ্তানি করতে। এজন্য প্রয়োজন উন্নত প্রযুক্তির মেশিনারিজ। সে ক্ষেত্রে ইউরোপিয়ান দেশগুলোর তৈরি মেশিনারিজই ভালো।

তবে বিদেশি ফার্মাসিউটিক্যাল মেশিনারিজ বাংলাদেশে আমদানিকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা বলছেন, ইউরোপিয়ান মেশিনারিজের মান সবচেয়ে ভালো হলেও দেশের বাজারে চীন ও ভারতের প্রতিষ্ঠানগুলোর তৈরি মেশিনারিজের প্রচুর চাহিদা। কারণ তাদের পণ্যের দাম কম।
 
ফার্মা এক্সপোতে অংশগ্রহণকারী বিদেশি ফার্মাসিউটিক্যাল মেশিনারিজ আমদানিকারী প্রতিষ্ঠান অ্যালিটেকের করপোরেশন লিমিটেডের কর্মকর্তা মো. মাসুদ রানা বাংলানিউজকে বলেন, ভারত, চীনসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকেও আমরা ফার্মাসিউটিক্যাল মেশিনারিজ আমদানি করি। ইউরোপের দেশগুলোর মেশিনারিজের চাহিদাই বেশি। তবে দাম কম হওয়ার কারণে ভারত ও চীনের মেশিনারিজের চাহিদাও রয়েছে।


এবারের এক্সপোয় আমেরিকা, জাপান, চীন ও ভারতসহ মোট ৩৫টি দেশের ৫শ’ ওষুধ কোম্পানি অংশ নিচ্ছে। আয়োজনে রয়েছে ফার্মা প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, বায়োটেক ল্যাব ইক্যুপমেন্ট, এপিআই ম্যানুফেকচারিং প্ল্যান্টস ও মেশিনারিজ, ফার্মা ফর্মুলেশন্স ও কন্ট্রাক্ট ম্যানুফেকচারিং।
 
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এমএ/আরটি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।