ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভিভিটেকের ডিএক্স৫৬৩এসটি প্রজেক্টর

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
ভিভিটেকের ডিএক্স৫৬৩এসটি প্রজেক্টর ভিভিটেকের ডিএক্স৫৬৩এসটি

তাইওয়ানের বিশ্বখ্যাত ব্র্যান্ড ভিভিটেকের শর্ট থ্রো প্রজেক্টর ডিএক্স৫৬৩এসটি এখন বাংলাদেশের বাজারে। প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পণ্যটির পরিবেশক।
 

আধুনিক শেণীর এই প্রজেক্টরে রয়েছে ৩০০০ আন্সি লুমেন্স এবং ডব্লিউইউএক্সজিএ (১৯২০ বাই ১২০০) রেজ্যুলেশন পর্যন্ত ব্যবহার উপযোগী।
অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ১৫০০০:১ কন্ট্রাস্ট রেসিও, এইচডিএমআই ১.৪(ব্লু-রে উপযোগী), আরএস২৩২ সিরিয়াল পোর্ট।

মূলত এই প্রজেক্টরটি শর্ট থ্রো প্রযুক্তিতে তৈরি হওয়ায় খুব কাছ থেকেও ব্যবহার করা সম্ভব। তাই কনফারেন্স রুম ও ক্লাস রুমের জন্য এটি বিশেষ উপযোগী।

এর ল্যাম্প লাইফ ১০,০০০ ঘন্টা পর্যন্ত কার্যকরী হওয়ায় বর্তমানে বাজারে প্রজেক্টরটি প্রচুর সুনাম অর্জন করেছে। প্রজেক্টরটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯,০০০ হাজার টাকা।  

সহজ ব্যবহার উপযোগী প্রজেক্টরটির বিক্রয়োত্তর সেবা ২ বছর এবং ল্যাম্প এর জন্য রয়েছে ১,০০০ ঘন্টা পর্যন্ত বিক্রয়োত্তর সেবা।
পণ্যটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের যে কোন শাখায় অথবা নির্ধারিত ডিলার হাউজে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।