ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কিউন্যাপ অল ফ্ল্যাশ স্টোরেজ ডিভাইস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
কিউন্যাপ অল ফ্ল্যাশ স্টোরেজ ডিভাইস কিউন্যাপ অল ফ্ল্যাশ স্টোরেজ ডিভাইস

প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড বাজারে এনেছে কিউন্যাপ ব্র্যান্ডের নতুন অল ফ্ল্যাশ স্টোরেজ ডিভাইস।
 

কিউন্যাপ স্টোরেজের টিইএসএক্স-৮৫ নামের সিরিজটিতে রয়েছে দুটি মডেল। যার একটি টিইএস ১৮৮৫ইউ (১৮ টিএইচডিডি) অন্যটি টিইএস ৩০৮৫ইউ (৩০ টিএইচডিডি)।

দুটি মডেলেই রয়েছে ১২ জিবি/সেকেন্ড সাস কন্ট্রোলার এবং ১৪ নেনো মিটার ইন্টেল জিওন (৬ কোর/ ৮ কোর) ডি সক প্রসেসরে এগুলো চালিত।

এছাড়া এগুলো অল ফ্ল্যাশ স্টোরেজ এবং অধিক কার্য সম্পাদনের জন্য সুপারিশকৃত।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।