ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেটের দাম গ্রাহকের নাগালের মধ্যে আনতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
ইন্টারনেটের দাম গ্রাহকের নাগালের মধ্যে আনতে হবে ইন্টারনেটের দাম গ্রাহকের নাগালের মধ্যে আনতে হবে-গোলটেবিল বৈঠেকে বক্তারা/ছবি: শাকিল

ঢাকা: দেশের প্রত্যন্ত অঞ্চল ও সাধারণ মানুষের কাছে ইন্টারনেট সেবার দাম এখনো নাগালের বাইরে রয়ে গেছে। সেজন্য ইন্টারনেটের দাম সাধারণ মানুষের হাতের নাগালে আনতে মোবাইল কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) কনফারেন্স হলে ‘মোবাইল ব্যাংকিং ফাইনান্স অ্যান্ড ডিজিটাল সিকিউরিটি ইস্যু’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তরা এ আহ্বান জানান।  

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তফা জব্বার বলেন, মোবাইল কোম্পানিগুলো নেটওয়ার্কের জন্য অবকাঠামো তৈরি করেছে।

কিন্তু এখন সেই অবকাঠামোর মাধ্যমেই তারা ইন্টারনেট সুবিধা দিচ্ছে উচ্চ দামে, যা প্রত্যন্ত অঞ্চলের মানুষ বা জনসাধারণের নাগালের বাইরে। এটা কেন করা হচ্ছে, তা সংশ্লিষ্টদের দেখতে হবে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, বাজারে এখন প্রচুর প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার বাজারে ইন্টারনেটের সেবা অনুযায়ী যে দাম রাখা হয়েছে তা অনেক বেশি। এ সরকার জনগণের সরকার, জনগণের সেবা আশানূরূপ না হলে নতুন প্রতিযোগী বাজারে আসতেই পারে। ইন্টারনেটের দাম অবশ্যই কমানো উচিত বলেও মত দেন তিনি।

এ সময় বক্তব্য রাখেন আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার, এফবিসিসিআই এর সহ-সভাপতি মাহবুবুল আলম, বেসিস এর সাবেক সভাপতি শামীম এহসান, বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেম বিভাগের জেনারেল ম্যানেজার লায়লা রশীদ।

বক্তরা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে বর্তমান সরকার অনেক এগিয়েছে। কিন্তু এখনো অনলাইন নীতিমালা করার বিষয়ে আলোচনা চলছে।  

বক্তারা আরও বলেন, যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন, তাদের ক্যাশ ইনসেনটিভ দেয়া হলে হুন্ডি বন্ধ হয়ে যাবে। বাড়বে রেমিটেন্স। তাছাড়া ইন্টারনেট সুবিধা পেতে বেগ পেতে হচ্ছে সাধারণ জনগণকে। এসব বিষয়ে মোবাইল কোম্পানিগুলোকে নজর দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
ইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।