ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তিতে সফল উদ্যোক্তা হতে প্রয়োজন ধৈর্য্য

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
তথ্যপ্রযুক্তিতে সফল উদ্যোক্তা হতে প্রয়োজন ধৈর্য্য ছবি: সংগৃহীত

১০০ কোটি মার্কিন ডলারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্যে আমাদের প্রয়োজন বিপুল সংখ্যক আইসিটি উদ্যোক্তা, যারা ভবিষ্যতে এই শিল্পকে নেতৃত্ব দেবে। বিশেষকরে শিক্ষার্থীরা আইটি ব্যবসায় শুরু করতে বেশী আগ্রহী হচ্ছে।

কিন্তু ধৈর্য্যের বড় অভাব রয়েছে তাদের মধ্যে। আইসিটি উদ্যোক্তা হতে গেলে বড় প্রয়োজন ধৈর্য্য।

বেসিস সফটএক্সপোতে সিনিউজ কর্তৃক আয়োজিত ‘তথ্যপ্রযুক্তি উদ্যোগের জন্য পরবর্তী প্রজন্মকে প্রস্তুতকরণ’ শীর্ষক সেমিনারে সিনিউজের সম্পাদক ও দ্য ডাটাবিজ সফটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ কামাল মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব বলেন।

তিনি আরও বলেন, একজন উদ্যোক্তাকে শুধু নিজের কথা চিন্তা করলে হবে না, মনে রাখতে হবে তার উপর তার পুরো পরিবার নির্ভরশীল। সেজন্য উদ্যোক্তার খাতায় নাম লেখাতে হলে সবকিছু বুঝে শুনে এগোতে হবে।

আইসিটি উদ্যোক্তা হতে চাইলে অবশ্যই আইসিটি নলেজ থাকা দরকার। আইনি পলিসি, ব্যাংকিং, ইন্টারন্যাশনাল রোল, প্রজেক্ট ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট, কোর অ্যাকাউন্টিং কনসেপ্ট, বেসিক নলেজ, বেসিক নেটওয়ার্কিং কনসেপ্ট সহ বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে তাদের জানা একান্তই দরকার। তাহলেই উদ্যোক্তারা সফলতার মুখ দেখবে।

বিডিজবস ও আজকের ডিলের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর বলেন, উদ্যোক্তা হতে গেলে সীমাহীন ধৈর্য্য থাকতে হবে। আমাদের তরুণদের মধ্যে কম সময়ে বড় লোক হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। কিন্ত তা কখনোই সম্ভব না। বাংলাদেশের মত দেশে সফল হতে গেলে ম্যারাথন দৌড়ের মানসিকতা থাকতে হবে।
    
সেমিনারে ব্রেইন স্টেশন ২৩ এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবির বলেন,  টাকার জন্য উদ্যোক্তা নয়। টাকা চাইলে চাকরি করুন। আর উদ্যোক্তা হতে গেলে আগে ব্যবসা জানতে হবে। বর্তমান সময়ে জানি না বলতে কোন শব্দ নেই, না জানলে গুগল দেখুন। উদ্যোক্তা হতে গেলে জানতে আপনাকে হবেই।

সেমিনারটি সঞ্চালনা করেন সিনিউজের নির্বাহী সম্পাদক কাজী মোস্তাক। আরও উপস্থিত ছিলেন বেটার স্টোরিজের মিনহাজ আনোয়ার, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, সিনিউজের ব্যবস্থাপনা সম্পাদক কাওসার উদ্দিন এবং সহযোগি সম্পাদক গোলাম দস্তগীর তৌহিদ।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।