ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মগবাজার এক্সচেঞ্জের দুটি গ্রুপের নম্বর ৮ ডিজিট হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
মগবাজার এক্সচেঞ্জের দুটি গ্রুপের নম্বর ৮ ডিজিট হচ্ছে

ঢাকা: রাজধানীর মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ‘৯৩৪’ ও ‘৯৩৫’ দুটি গ্রুপের নম্বর ৮ ডিজিটে রুপান্তর করা হচ্ছে।

৯৩৪৯২৪৭-৯৩৪৯৯৯৯, ৯৩৫০০০০-৯৩৫০৯৫৬, ৯৩৫৪১৯২-৯৩৫৪৪৪৬, ৯৩৫৬৯৯৭-৯৩৫৭২৫১ এবং ৯৩৫৭৫০৭-৯৩৫৮২৭১ নম্বরের মোট দুই হাজার ৯শ’ ৮১টি টেলিফোন কারিগরি ত্রুটির কারণে সাময়িক বন্ধ রয়েছে।

রোববার (২২ জানুয়ারি) বিটিসিএল পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, অল্পদিনের মধ্যে নম্বরগুলোকে ত্রুটিমুক্ত করা হবে এবং ৮ ডিজিটে উন্নত প্রযুক্তির সুবিধাসম্পন্ন নম্বরে উন্নীত করা হবে।

সাত ডিজিটের আগের নম্বরের প্রথমে ‘৪’ যুক্ত হবে। উদাহরণস্বরুপ- পূর্বের ‘৯৩৪৯৯৯৯’ নতুন নম্বরে ‘৪’ যোগ করে হবে ‘৪৯৩৪৯৯৯৯’, পূর্বের ‘৯৩৫০০০০’ নতুন নম্বর হবে ‘৪৯৩৫০০০০’ পূর্বের ‘৯৩৫৪৪৪৬’ নতুন নম্বর হবে ‘৪৯৩৫৪৪৪৬’ ।

এছাড়া গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এমআইএইচ/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।