ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মারা যান নি ব্রিটনি, দু:খ প্রকাশ সনির

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
মারা যান নি ব্রিটনি, দু:খ প্রকাশ সনির ছবি: সংগৃহীত

সোমবার টুইটারে সনিকে ফলো করা টুইটার ব্যবহারকারীরা যে একটি বার্তায় বেশ মর্মাহত হয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।

সোমবার টুইটারে সনিকে ফলো করা টুইটার ব্যবহারকারীরা যে একটি বার্তায় বেশ মর্মাহত হয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।

কারণ ওই দিন হঠাৎ করেই সনির টুইটার অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত পপ গায়িকা ব্রিটনি স্পেয়ার্সের মৃত্যুর খবর জানিয়ে একটি টুইট করা হয়।

সনির অ্যাকাউন্ট থেকে করা ওই টুইট বার্তায় বলা হয়, "RIP @britneyspears #RIPBritney 1981-2016,"। আকস্মিক এই খবরে স্বভাবতই ধাক্কা খান ব্রিটনির ভক্তকুলরা। ঘটনা জানতে তৎক্ষনাতই সবাই হামলে পড়েন আন্তর্জাতিক অনলাইন গণমাধ্যমগুলোর ওয়েবসাইটে।

এদিকে ঠিক একই সময় একইভাবে বব ডিলানের টুইটার অ্যাকাউন্ট থেকেও টু্‌ইট করা হয় ব্রিটনি সম্পর্কিত একই বার্তা। পরে অবশ্য বার্তাটি মুছে ফেলা হয়।

কিন্তু এরইমধ্যে খবরটি ছড়িয়ে পড়তে শুরু করে চারদিকে। তবে সবাইকে আশ্বস্ত করে ৩৫ বছর বয়সী ওই পপ গায়িকার ম্যানেজার এডাম লিবার সিএনএস’কে জানায়, এটি একটি গুজব তাছাড়া আর কিছু নয়। কারণ ভালো আছেন ব্রিটনি স্পেয়ার্স, তার কিছুই হয়নি। একইসাথে

তিনি সনি ও বব ডিলানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে তার ধারণা ব্যক্ত করেন। এর কিছুক্ষণ পরেই পাওয়া যায় ঘটনার সত্যতা।

সনির তরফে জানানো হয়, সত্যিই হ্যাক হয়েছে তাদের টুইটার অ্যাকাউন্ট। বব ডিলানেরও তাই।
পুরো এই ঘটনার জন্য ব্রিটনির ভক্তকুলের কাছে দু:খ প্রকাশ করেছে সনি মিউজিক।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।