ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যান্ড্রয়েড নগেট নিয়ে শাওমি’র পরিকল্পনা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
অ্যান্ড্রয়েড নগেট নিয়ে শাওমি’র পরিকল্পনা ছবি: সংগৃহীত

চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি নগেট আপডেট চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে।
 

চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি নগেট আপডেট চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে।

ইতিমধ্যে শাওমি’র মি ৫ নতুন এই হালনাগাদটি পেয়েছে ঠিকই, কিন্তু ব্র্যান্ডটির অন্যান্য ডিভাইসেও আপডেটটি খুব শীঘ্রই পাওয়ার প্রত্যাশা করছে উৎসুকরা।

বিষয়টি নিয়ে ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড নগেট ভিত্তিক হালনাগাদ চালুর যাবতীয় ব্যবস্থা চুড়ান্ত করেছে প্রতিষ্ঠানটি। তাই শেষ মুহূর্তে শাওমি’র দুইটি স্মার্টফোনও পাচ্ছে নগেট।

গ্যাজেট ৩৬০ এর বর্তমান এক প্রতিবেদনে দৃঢ়ভাবে বলা হয়, প্রতিষ্ঠানের কর্মকর্তারা নতুন আপডেট ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সেই অনুযায়ী এই ব্র্যান্ডের মি ৪সি, মি ৪এস এবং মি নোট প্রথমে পাচ্ছে আপডেটটি। আর এর কিছুদিন পর পাচ্ছে মি নোট ২, মি ৫এস প্লাস এবং মি ম্যাক্স।

বর্তমানে ওয়েবো’র এক পোষ্টেও প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলেছেন, নগেট আপডেটের পরীক্ষা নিরীক্ষার কাজ এখন পক্রিয়াধীন। আর এখান থেকেই তথ্যগুলো উন্মোচিত হয়েছে বলেও মনে করা হচ্ছে। অবশ্য এখন পর্যন্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকাশের নিদির্ষ্ট কোনো দিন তারিখ জানানো হয় নি।

এছাড়া কিছুদিন আগে ছবির মাধ্যমে অনলাইনে ছড়িয়ে পড়েছিল যে নগেট ভিত্তিক এই ওএস’টিকে ডাকা হবে এমআইইউআই ৯ নামে।

তবে যেটাই হোক শাওমি’র অন্য সব ডিভাইসে নগেট আসার আগ দিয়েই মি ৫ ব্যবহারকারীরা ভাগ্যক্রমে হালনাগাদটি পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।