ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেনীতে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
ফেনীতে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।

ফেনী জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সার্বিক সহযোগিতায় ফেনী পিটিআই মাঠে রোববার (১০ জানুয়ারি) বিকেলে এ মেলা শুরু হয়।



ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) রাসেলুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের মহাপরিচালক (প্রশাসন) কবীর বিন আনোয়ার।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রেজাউল হক, জেলা পরিষদ প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম।

মেলায় তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট ৪০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এতে ডিজিটাল সেবাসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হবে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।