ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

খুলনায় শুরু হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
খুলনায় শুরু হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা

খুলনা: আগামী ১০ জানুয়ারি থেকে খুলনায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬’।

খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত এ মেলা প্রতিদিন বিকেল তিনটা থেকে শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত চলবে।



বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল মেলার প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানান।

এসময় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্য রাখেন তিনি।

মেলাতে চারটি প্যাভিলিয়নের অধীনে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, তরুণ উদ্ভাবকরা তথ্য প্রযুক্তি বিষয়ক স্টল নিয়ে অংশ নেবে।

সভায় অন্যান্যর মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মনিরুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলায় অংশগ্রহণে ইচ্ছুক আগ্রহীরা যেকোনো তথ্যের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাখায় যোগাযোগ করতে পারবেন। এছাড়াও পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।

সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ২০১০ সাল থেকে সারাদেশে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এমআরএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।