ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডুডলে নতুন বছরকে স্বাগত গুগলের

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
ডুডলে নতুন বছরকে স্বাগত গুগলের ছবি: সংগৃহীত

ঢাকা: বিশেষ কিছু মানেই গুগল ডুডল। বিশ্ববাসীকে ওই ‘বিশেষ’ কিছু জানান দিতে নিজেই এ দায়িত্ব কাঁধে তুলে নেয় গুগল।

তাই দরজায় কড়া নাড়তে থাকা নতুন বছরে স্বাগত জানাতেও ব্যতিক্রম দেখা যায়নি সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলকে।

সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববাসী পা রাখতে যাচ্ছে নতুন আরেকটি বছরে। বিশ্ববাসীর সঙ্গে নতুন বছর উদযাপনে নিজস্ব ঢঙে সেজেছে গুগল ডুডল।

ডুডলে দেখা যায়, বিভিন্ন রঙের পাঁচটি পাখি তারের উপর বসে। লাল, হলুদ, বেগুনি, সবুজ রঙের পাখিগুলো একটি অপরটির দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে।

তবে ডুডলটিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর দেখা যাবে সবশেষ পাখিটি তার থলি থেকে একটি ঘড়ি বের করছে। যাতে দেখা যায়, নতুন বছর আসতে আর কিছুক্ষণ বাকি। ওই পাখিটি ‍অন্যদের বলছে, অপেক্ষা করো..কিছুক্ষণ পর উদযাপন।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।