ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ক্যাটাগরী আইএসপি লাইসেন্স প্রদান বন্ধের প্রতিবাদে ‘কোয়াব’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
ক্যাটাগরী আইএসপি লাইসেন্স প্রদান বন্ধের প্রতিবাদে ‘কোয়াব’

সাধারন জনগণের দোড়গোরায় সেবা প্রদানকারী সাইবার ক্যাফে ও লোকাল ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের সংগঠন ‘সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)’। সংগঠনটি সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের টি,ও লাইসেন্সপ্রাপ্ত এবং এফবিসিসিআই‘র প্রথম শ্রেণীর সদস্যভুক্ত।



বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরী কমিশন (বিটিআরসি) কর্তৃক ক্যাটাগরী আইএসপি লাইসেন্স গ্রহন এবং আবেদন করে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করে আসছে। কিন্তু ২০১২ সাল থেকে এখন পর্যন্ত নির্দিষ্ট ফি দেয়া সত্বেও আবেদনগুলোর লাইসেন্স প্রদান করছেনা বিটিআরসি।

এদিকে অবৈধ ইন্টারনেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিটিআরসি’র চলমান অভিযানে আবেদনকারী ক্যাটাগরী আইএসপি প্রতিষ্ঠানগুলো লাইসেন্সের জন্য উদ্বীগ্ন।

যেজন্য সংগঠনটি আগামীকাল ১৯ অক্টোবর সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিস্তারিত সুস্পষ্টভাবে তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

তথ্যগুলো কোয়াব’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।