ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সুলভে মিলবে লেটেস্ট টেকনোলজির আসুস ল্যাপটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
সুলভে মিলবে লেটেস্ট টেকনোলজির আসুস ল্যাপটপ

পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক টেকনোলজি সম্পন্ন আসুসের নতুন মডেলের ল্যাপটপ এসেছে দেশের বাজারে।

ক্রেতা চাহিদা অনুযায়ী এক্স৪৫৪এলএ -৫০০৫ইউ  মডেলটি এনেছে বাংলাদেশে আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।



২.০০ গিগাহার্জ গতির এই ল্যাপটপে অন্তর্ভূক্ত বিশেষ বৈশিষ্ট্যে রয়েছে পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই-৩ প্রসেসর, ৪ গিগাবাইট ৠাম, ১ টেরাবাইটি হার্ডডিস্ক।

১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লেযুক্ত এই ল্যাপটপে আরো আছে ইন্টেল ইন্টিগ্রেটেড এইচডি গ্রাফিক্স ৪৪০০।

এছাড়া নেটয়োর্কিংয়ের জন্য বিল্টইন ব্লুটুথ ও ল্যান জ্যাক এবং অপারেটিং সিস্টেমের জন্য রয়েছে ফ্রি ডিওএস।

পলিমার ব্যাটারি ব্যবহৃত ২.১০ কেজি ওজনের ল্যাপটপটি প্রায় ৪.৫ ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম।

২ বছরের ওয়ারেন্টি সহ আসুস এক্স৪৫৪এলএ -৫০০৫ইউ মডেলটির দাম পড়বে ৩৫০০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।