ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দুই ক্যাটাগরিতে কম্পিউটার সোর্স পেলো এইচপি সম্মাননা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
দুই ক্যাটাগরিতে কম্পিউটার সোর্স পেলো এইচপি সম্মাননা

বিপণন ও সেবায় অনন্য অবদানের জন্য বাংলাদেশের সেরা পরিবেশক ও বিক্রয়োত্তর সেবাদাতার সম্মাননা লাভ করলো দেশের অন্যতম প্রযুক্তিপণ্য ও বিপনন প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।

বিদায়ী অর্থ বছরের অবদান মূল্যায়ণে এই সম্মাননা প্রদান করে বিশ্বনন্দিত প্রযুক্তি প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ড (এইচপি)।



বুধবার (১৪ অক্টোবর) রাতে কক্সবাজারে অনুষ্ঠিত ‘এইচপি অ্যাওয়ার্ড নাইট বাই দ্য বে ২০১৫’ অনুষ্ঠানে ‘বেস্ট ডিস্ট্রিবিউটর অ্যাওয়ার্ড (অ্যাসপেন সাবমিশন অ্যান্ড আফটার সেলস সার্ভিস)’ এবং ‘বেস্ট ডিলার সাপোর্ট অ্যাওয়ার্ড’ সম্মাননা পদক দেয়া হয়।

প্রতিষ্ঠানের পক্ষে এই সম্মাননা স্মারক (ক্রেস্ট) গ্রহণ করেন কম্পিউটার সোর্স পরিচালক আসিফ মাহমুদ। এসময় কম্পিউটার সোর্স ব্যবস্থাপনা পরিচালক এএইচএম মাহফুজুল আরিফ, চেয়ারম্যান সৈয়দা মাজেদা মেহের নিগার, এইচপি এসবিইউ জিএম রাশেদুল হক, শাখা ব্যবস্থাপক (আইডিবি) মশিউর রহমান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংরাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসজেডএম


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।