ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ই-কমার্স প্লাটফর্ম স্টোরিয়া

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
ই-কমার্স প্লাটফর্ম স্টোরিয়া

ডিজিটাল দেশের রুপকল্প মানুষকে এনে দিয়েছে ঘরে বসে কেনাকাটার সুযোগ, একইসাথে এই শিল্পকে ব্যবহার করে অনেকেই নিজের কর্মসংস্থানের পথটিকে খুঁজে নিচ্ছেন।

তবে মানসম্মত একটি ওয়েবসাইটের অভাবে অনলাইন ব্যবসা পরিচালনায় অনেককে পড়তে হয় নানান বিপাকে।



ইচ্ছা এবং স্বপ্ন থাকলেও নিজের ওয়েবসাইট সাজিয়ে ব্যবসা করার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। ওয়েবসাইট ডিজাইন, ডোমেইন, হোস্টিং এর খরচ যা ব্যবসার মূলধনকে অনেকটাই কমিয়ে ফেলে।

তাই নতুন উদ্যোক্তাদের জন্য কিছু করতে সম্প্রতি কয়েকজন তরুণ উদ্যোক্তারাই স্টোরিয়া নামে ই-কমার্স প্লাটফর্ম তৈরি করেন।

স্টোরিয়া যা মানসম্মত সফটওয়্যার দিয়ে তৈরি। বাড়তি কোনো কারিগরি জ্ঞানের প্রয়োজন ছাড়াই এখানে পণ্য সংযোজন, পণ্য বিক্রি, ইনভেন্টরি এ্যানালাইসিস সহ আধুনিক ই-কমার্সের অভিজ্ঞতা পাওয়া যাবে।

এজন্য আগ্রহীদের শুধুমাত্র একটি ই-মেইল অ্যাড্রেস লাগবে যা দিয়েই তৈরি করা যাবে অনলাইন স্টোর। অ্যাডমিন প্যানেল থেকে উদ্যোক্তাদের নিজের পছন্দমতো পণ্যাদি সাজানোর সুবিধাও দিচ্ছে স্টোরিয়া।  

এছাড়া উদ্যোক্তারা পাবেন নিজের একটি কাস্টম ডোমেইন। বিস্তারিত বর্ণনাসহ পণ্যের ছবি আপলোডের সুবিধা তো থাকছেই।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসেজডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।