ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হজ ট্র্যাজেডির ঘটনায় সৌদি আরবে ফ্রি কল অফার রবি’র

সিনিয়র করসেপন্ডন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
হজ ট্র্যাজেডির ঘটনায় সৌদি আরবে ফ্রি কল অফার রবি’র

ঢাকা: হজ ট্র্যাজেডির পর বাংলাদেশি হাজি ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ফ্রি কল অফার করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৫ সেপ্টেম্বের) এ তথ্য জানায় রবি।



যে কোনো রবি নম্বর থেকে এ ফ্রি কল করা যাবে। রবি গ্রাহক যারা রোমিং সেবা গ্রহণ করে সৌদি আরব অবস্থান করছেন তারাও দেশে বিনামূল্যে কল ও এসএমএস করার সুযোগ পাবেন।

হজের আনুষ্ঠানিকতার শেষ সময়ে বৃহস্পতিবার পদদলিত হয়ে সাত শতাধিক হাজির মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানায় রবি।

‌সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা তাদের বিদেহী আত্মার শান্তি এবং তাদের পরিবার যেন দ্রুত এই অপূরণীয় ক্ষতির শোক কাটিয়ে উঠতে পারেন সে কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।