ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে ১ লাখ ফ্রি ওয়াই ফাই হটসপট ইন্টারনেট জোন স্থাপন করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
দেশে ১ লাখ ফ্রি ওয়াই ফাই হটসপট ইন্টারনেট জোন স্থাপন করা হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ ফ্রি ওয়াই ফাই হটসপট ইন্টারনেট জোন স্থাপন করা হবে বলে জানিয়েছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের সিংড়া প্রেসক্লাবের কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এ কথা জানান।



তিনি জানান, যার মাধ্যমে তৃণমূল পর্যায়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা ইন্টারনেটের সুযোগ-সুবিধা ভোগ করে স্বাবলম্বী হতে পারবে। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন এ সরকার।

সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেমন্ত হেনরি কুবি, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।