ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশের অ্যামাজন হবে ‘আপনজোন ডটকম’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
বাংলাদেশের অ্যামাজন হবে ‘আপনজোন ডটকম’ ছবি: সংগৃহীত

শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ড. কুদরাত-ই-খুদা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সদস্যদের সাধারণ সভা ও সনদপত্র বিতরণ উৎসব।  

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এতে প্রধান অতিথির বক্ত্যবে আশাবাদ করেন, বাংলাদেশের ই-কমার্স ওয়েবসাইটগুলো তাদের পরিধি বৃদ্ধি করে বিশ্ববাজারে বাংলাদেশ-ভিত্তিক ব্যবসাকে প্রসার করবে।

এসময় তিনি আপনজোন ডটকমকে (www.aponzone.com) বাংলাদেশের আমাজন ডটকম হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, সারা পৃথিবীতে ৪০ কোটি বাঙালি আছে সবাইকে টার্গেট করতে হবে। আমাদের ছেলে-মেয়েরা মেধা দিয়ে একদিন আলিবাবা, আমাজানের মতো সব বিখ্যাত প্রতিষ্ঠান গড়ে তুলবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ই-ক্যাবের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নায়েম রাজ্জাক, আব্দুল্লাহ এইচ কাফি, শমী কায়সার, এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল মান্নান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ ও ই-ক্যাবের নির্বাহী কমিটির সদস্যরা।

অনুষ্ঠানে বাংলাদেশে এই প্রথমবার ২ স্টেপ অথেন্টিক ডিজিটাল সার্টিফিকেট উদ্ভোদন করা হয় এবং ই-ক্যাব এর ২৩০টি সদস্য প্রতিষ্ঠানকে বিনামূল্যে প্রদান করা হয়। এর ফলে ই-কমার্স সাইটের মাধ্যমে ক্রেতাদের সাথে প্রতারনার হার অনেকাংশে কমে আসবে বলে মনে করছে সংগঠনের নেতারা।
 
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।