ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অনলাইন কুইজ প্রতিযোগিতায় লাখ টাকা পুরস্কার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
অনলাইন কুইজ প্রতিযোগিতায় লাখ টাকা পুরস্কার

অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে নেয়া যাবে লাখ টাকার স্কলারশীপ সহ ল্যাপটপ, স্মার্টফোন ও গিফট কুপন । স্টেট ইউনিভার্সিটির সৌজন্যে ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।



প্রতিযোগিতায় অংশগ্রহনে আগ্রহীদের  http://natunkichu.com/online-quiz/ এই ঠিকানায় গিয়ে নিবন্ধন ফর্ম পূরণ করতে হবে। এরপর ফর্মে দেওয়া প্রশ্নের উত্তর দিতে হবে। কুইজের উত্তর খুঁজে পেতে প্রতিটি প্রশ্নের সাথে ২টি করে সহায়ক লিংক থেকে সাহায্য নেওয়া যাবে।

প্রশ্নের উত্তর সঠিক হলে ২৪ ঘণ্টার মধ্যে নতুনকিছু.কম-এর পক্ষ থেকে যোগাযোগ করা হবে। এরপর সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিতদের নিয়ে অনুষ্ঠিত হবে মূল পর্ব।

নতুনকিছু.কমের আয়োজনে এই অনলাইন প্রতিযোগিতায় সহযোগী স্টেট ইউনিভার্সিটি, শিখে নিন, প্রিয়.কম, গ্লোবাল নিউজ এবং টাইমস পিআর।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।