ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘বাংলাদেশে ইন্টারনেট অব থিংকস সম্ভাবনাময়’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
‘বাংলাদেশে ইন্টারনেট অব থিংকস সম্ভাবনাময়’ ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ডিজিটাল ওয়ার্ল্ড, বিআইসিসি থেকে: বাংলাদেশের মতো দেশে ইন্টারনেট অব থিংকস অনেক বেশি সম্ভাবনাময় বলে মন্তব্য করেছেন এরিকসন থাইল্যান্ডের কর্মকর্তা বুনিয়াতি কিদনিয়াম।

গুগল কর্মকর্তা ভিকি রাসেল বলেছেন, বাংলাদেশে অনেক মানুষ মোবাইল মানি সেবা ব্যবহার করেন।

গ্রামের মানুষও এ সেবাটি খুব দ্রুত গ্রহণ করেছেন। এরকম আরো উদ্ভাবন রয়েছে আমাদের তরুণ বাংলাদেশিদের কাছে। এখন প্রয়োজন এসব উদ্ভাবনগুলোকে উদ্যোগে রূপান্তরিত করা।  

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫ এর শেষ দিনের সেমিনারে এ প্রযুক্তি বিশেষজ্ঞরা এসব মন্তব্য করেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চারদিনব্যাপী (৯-১২ ফেব্রুয়ারি) প্রযুক্তি বিষয়ক এ মেলা চলছে।

মেলা প্রাঙ্গনের মিডিয়া বাজারে ‘ইন্টারনেট অব থিংকস’ বিষয়ক এ সেমিনারে গুগল বাংলাদেশের হেড অব এজেন্সি ডেভেলপমেন্ট ভিকি রাসেলের সঞ্চালনায় প্যানেল ডিসকাশনে অংশ নেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশের (আইএসপিএবি) সহ সভাপতি সৈয়দ আলমাস কবির, ইএটিএল’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, এরিকসন থাইল্যান্ডের যোগাযোগ বিভাগ প্রধান বুনিয়াতি কিদনিয়াম, অগমেটিকস’র প্রধান নির্বাহী কর্মকর্তা আইয়ান সাকিল, রোসেতা অ্যাসোসিয়েট’র ব্যাবস্থাপনা পরিচালক মঞ্জুরুল আলম প্রমুখ।   

সেমিনার সৈয়দ আলমাস কবির বলেন, বাংলাদেশে ইন্টারনেট অব থিংকস ধারণা ইতোমধ্যে জনপ্রিয় হচ্ছে। যেমন- বৈদ্যুতিক মিটার, সৌর-বিদ্যুৎ, মোবাইল মানি সব কিছুই ইন্টারনেট অব থিংকস এর অংশ। এখন প্রয়োজন শুধু এসব নানামুখী প্রযুক্তির মধ্যে সমন্বয়। আশা করি খুব শিগগিরই আমরা ন্যাশনাল ডেটা সেন্টার এবং ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে সব ইন্টারনেট অব থিংসকে এক জায়গায় নিয়ে আসতে পারবো।
 
তিনি বলেন, ইন্টারনেট অব থিংকস এর সুফল পেতে সবচেয়ে আগে প্রয়োজন কানেক্টিভিটি। প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট কানেক্টিভিটি নিয়ে যেতে পারলে ইন্টারনেট অব থিংকস সব পর্যায়ে পরিচয় ঘটানো যাবে।

এরিকসন থাইল্যান্ড কর্মকর্তা বুনিয়াতি কিদনিয়াম বলেন, বাংলাদেশ প্রযুক্তিগতভাবে অনেক এগিয়েছে। আজকের এ আয়োজনে অনেক তরুণ প্রশ্ন করলেন। এর মাধ্যমেই বোঝা যায়, ইন্টারনেট অব থিংকস এখানে সম্ভাবনাময়।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।