ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে খুদে ইন্টেল পিসি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
বাজারে খুদে ইন্টেল পিসি

দেশের বাজারে এসেছে বহনযোগ্য ‘ডেস্কটপ পিসি’। মাত্র ৪ বর্গ ইঞ্চি আকারের এই  মিনি ডেস্কটপটি নিয়ে এসেছে কম্পিউটার সোর্স।



পিসিটি মনিটর ছাড়াও টিভির সঙ্গে সংযুক্ত করে দিব্যি চালাতে পারবেন ব্যবহারকারীরা।

অফিস এবং ঘরের কাজের বাহিরে এটি ‘ডিজিটাল সাইনেজ’ প্রদর্শনেও ব্যবহার করা যায় ।

দীর্ঘ গবেষণার পর ভবিষ্যত প্রযুক্তি ধারণাকে সঙ্গী করে চতুর্থ প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর সমন্বিত ‘ইন্টেল নাক পিসি’তে আছে ইন্টেল কোরআই থ্রি ১.৭ গিগাহার্জ প্রসেসর।
আর চাইলে এতে ৮ জিবি পর্যন্ত ল্যাপটপ ৠাম এবং ৪ টিবি পর্যন্ত ল্যাপটপ হার্ডডিস্ক ব্যবহার করা যায়।

পাশাপাশি ডেস্কটপটিতে রয়েছে ওয়াইফাই ¯øট, ইন্টেল ওয়াইডাই, ২টি করে ইউএসবি-২ ও ৩ পোর্ট, মিনি এইচডিএমআই, ল্যানপোর্ট, এইচডি অডিও এবং লক সুবিধা।

এছাড়াও শক্তিশালী এই খুদে পিসির সঙ্গে থাকছে অরিজিনাল এন্টিভাইরাস সফটওয়্যার।

এক বছরের বিক্রয়োত্তর সেবায় ইন্টেল ডি৩৪০১০ডবিøউওয়াইকে নাক পিসি পাওয়া যাচ্ছে ২৬ হাজার টাকায়।   

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।