ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যালগরিদমে ১৫০ কর্মচ্যুতি!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
অ্যালগরিদমে ১৫০ কর্মচ্যুতি!

চাকরিতে স্বয়ংক্রিয় পদ্ধতির হানা পড়েছে যুক্তরাষ্ট্রে। এক পদ্ধতির প্রয়োগেই ‍কাজ হারালেন দেড় শতাধিক।

এ ঘটনা ঘটেছে গত শুক্রবার দেশটির বহুজাতিক গণমাধ্যম বিষয়ক প্রতিষ্ঠান এওএল-এ।
 
আমেরিকান অনলাইন নামের প্রতিষ্ঠানটি এওএল হিসেবেই খ্যাতি পেয়েছে। শুক্রবার সব মিলিয়ে দেড় শ’ কর্মী ছাঁটাই করেছে, যা প্রতিষ্ঠানটির মোট জনশক্তির ৩ শতাংশ। এদের মধ্যে প্রায় এক শ’ কর্মী বিক্রয় বিভাগের।
 
প্রোগ্র্যামেটিক অ্যাড সেলসের ধাক্কায় এত কর্মচ্যুতি, নাম না প্রকাশ করে কোম্পানিটির এক কর্মী জানালেন সংবাদ মাধ্যমকে। কাজ হারিয়েছেন কর্পোরেট অফিস, লিগাল অ্যান্ড এইচ আর বিভাগেরও অনেকে জানান তিনি।

স্বয়ংক্রিয় বিক্রয় বিভাগে কম্পিউটার অ্যালগরিদম ব্যবহার করেছেন আর্মস্ট্রং। যা প্রোগ্র্যামেটিক অ্যড সেলস নামে পরিচিত।

জানানো হয়, এর মাধ্যমে এওএল তার অ্যাপল ফ্যান ব্লগ তুয়াও এবং গেমিং সাইট জয়স্টিক কে অন্তর্ভূক্ত করে দিচ্ছে এনগ্যাডগেট’র মধ্যে। এছাড়া এওএল অটোজ চলে যাচ্ছে অটোব্লগ ওয়েবসাইটে। এতে কম্পানির ৫০০০ স্টাফের ১৫০ জন কাজ হারায় যা মোট কর্মীর ৩ শতাংশ।
 
বড় ব্র্যান্ডগুলোকে আরও বড় করে তোলার যে নীতি নিয়েছেন এওএল সিইও টিম আর্মস্ট্রং, ধারণা করা হচ্ছে এ তারই ফসল।

গেলো কোয়ার্টারে এই প্রক্রিয়ায় বিক্রয় বেড়েছে ৩৭ শতাংশ। যা ২০১৩ সালের তৃতীয় কোয়ার্টারের চেয়ে ২৫ শতাংশ বেশি।

স্বয়ংক্রিয় বিজ্ঞাপন বিক্রি অপেক্ষাকৃত সস্তা এবং এর চাহিদাই বাড়ছে। ওয়েবসাইটের পাতায় পাতায় ডিসপ্লে অ্যাডের চাহিদা কমছে। গত কোয়ার্টারে এওএল’র এ ধরনের অ্যাডের বিক্রি বেড়েছে মাত্র ১%।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।