ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফিরলো ফেসবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
ফিরলো ফেসবুক

ঢাকা: প্রায় একঘণ্টা বন্ধ থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ করেই ফেসবুকে ঢুকতে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা।

পেজটিতে প্রবেশ করতে গেলে ‘অ্যাকাউন্ট ট্যাম্পোরারিলি আনঅ্যাভিলেভল’ লেখা ভেসে উঠে।

এ সমস্যা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী হয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

দুঃখ প্রকাশ করে ফেসবুক তাদের ওয়েবসাইটে জানায়, যত দ্রুত সম্ভব সমস্যা সমাধান করা হবে। ফেসবুক ছাড়াও প্রতিষ্ঠানটির ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামেও একই সমস্যা দেখা যায়।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ফেসবুকের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ফেসবুকে ঢুকতে না পারার সমস্যার কথা বাংলানিউজকে জানিয়েছেন ভুক্তভোগী অনেকেই।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

** ফেসবুক বন্ধ!
** হালকা ফেসবুক বাংলাদেশে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।