ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ওএস এক্স ১০.৫ থেকে নিচের ভার্সনগুলোতে থাকছেনা ড্রপবক্স

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
ওএস এক্স ১০.৫ থেকে নিচের ভার্সনগুলোতে থাকছেনা ড্রপবক্স

আর বেশিদিন ড্রপবক্স ব্যবহারের সুযোগ পাবেনা অ্যাপলের অপারেটিং সিস্টেম (ওএস) এক্স ১০.৫ ও এর নিচের সংস্করণগুলোর ব্যবহারকারীরা।

ড্রপবক্স এক ইমেইল বার্তায় জানিয়েছে, ওএস এক্স ও এর পুরনো ভার্সন যারা ব্যবহার করছে খুব শীঘ্রই ড্রপবক্সের সমর্থন থাকছেনা তাদের জন্য।



কিন্তু ড্রপবক্সে থাকা ফাইল, ছবিসহ অন্যান্য ডকুমেন্ট নিয়ে উদ্বীগ্ন হওয়ার কারণ নেই। কারণ এখনও এসব ব্যবহারকারীদের হাতে অনেক সময় আছে।

এরমধ্যে ওএস এক্স ১০.৬ ভার্সনে আপগ্রেড করে নেয়া যাবে। এর কারণ হিসেবে ড্রপবক্স জানায় ড্রপবক্সের আগামী ভার্সনগুলোর জন্য পুরনো ওএস সমর্থন উপযুক্ত নয়।

আর যারা আপগ্রেড করতে চাইছেনা তারা এখনও ওয়েবভিত্তিক এই ড্রপবক্স ম্যানেজার ব্যবহারের সুযোগ পাবে।

কারণ ড্রপবক্স অ্যাপ বন্ধের দিন নির্ধারণ হয়েছে ১৮ মে।

কিন্তু এরপর থেকে ড্রপবক্সে লগইন করলে ব্যবহারকারীকে সাইন আউট হতে হবে।

ব্যবহারকারীদের কাছে এজন্য ড্রপবক্সের পক্ষ থেকে দু:খ প্রকাশও করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।