ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘হাইওয়ে চেইজ’ গেম নিয়ে চলছে প্রতিযোগিতা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
‘হাইওয়ে চেইজ’ গেম নিয়ে চলছে প্রতিযোগিতা

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘স্মার্টফোন ট্যাব’ মেলায় প্রথম মোবাইল গেমিং প্রতিযোগিতার আয়োজন করে রাইজ আপ ল্যাব।  

আয়োজনটি সফল হওয়ায় দেশের গেমপ্রেমীদের জন্য আবারও গেমিং প্রতিযোগিতা শুরু করেছে গেম নির্মাতা প্রতিষ্ঠানটি।


তবে এবারের প্রতিযোগিতা যেহেতু অনলাইন-ভিত্তিক তাই ঘরে বসেই অংশগ্রহনের সুযোগ রয়েছে।

৩০ ডিসেম্বর হাইওয়ে চেইজ গেমটি নিয়ে শুরু এ প্রতিযোগিতাটি চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।

প্রতিযোগতিায় অংশগ্রহনে ইচ্ছুকদের প্রথমে “হাইওয়ে চেইজ” গেমটির সর্বশেষ ভার্সন ডাউনলোড করতে হবে। আরো কিছু বিশেষ নিয়ম রয়েছে, যা এই লিংকে পাওয়া যাবে https://www.facebook.com/notes/rise-up-labs/highway-chase-online-gaming-contest-january-2015/339898016135015.

উল্লেখ্য, প্রতিযোগিতার সময় জুড়ে যে প্রতিযোগি সর্বোচ্চ পয়েন্ট লাভ করবে প্রথম হিসেবে তার জন্য রয়েছে আকর্ষণীয় স্মার্টফোন।

এছাড়া প্রতিদিন একজন করে বিজয়ী নির্বাচিত হবে। ন্যূনতম ৩০০ বা এর বেশি পয়েন্ট যারা পাবে লটারির মাধ্যমে নির্বাচিত হবে। প্রতিদিনের বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে, ফ্লেক্সিলোড, টি-শার্ট, কফি কাপ সহ আরো কিছু।

গেম লিংক: http://www.riseuplabs.com/products/highway-chase

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।