ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হাইটেক পার্কের দক্ষ ‍জনশক্তি তৈরিতে প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
হাইটেক পার্কের দক্ষ ‍জনশক্তি তৈরিতে প্রশিক্ষণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: বাংলাদেশ হাইটেক পার্কের জন্য দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে যশোরে দুই মাসব্যাপী গ্রাফিক্স ডিজাইন কোর্সের প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (২৭ডিসেম্বর) সকালে যশোর সার্কিট হাউজে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন হাইটেক পার্কের ব্যবস্থপনা পরিচালক অতিরিক্ত সচিব হোসনে আরা বেগম এনডিসি।


 
যশোরের জেলা প্রশাসক ডক্টর হুমায়ূন কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান প্রমুখ।

সুদিন সোসাইটি বাংলাদেশের উদ্যোগে ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার যশোর আরবপুরের সহায়তায় এ প্রশিক্ষণ কর্মসূচিতে ২২ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণ শেষে এদের মধ্যে হাইটেক পার্কের সনদ প্রদান করা হবে। এছাড়া পরবর্তীতে প্রশিক্ষণার্থীদের হাইটেক পার্কে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।