ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মৌলভীবাজারে রবি সেবা উদ্বোধন

ডিস্ট্রিকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৪
মৌলভীবাজারে রবি সেবা উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের সিলেট রোড এলাকায় রবি সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সিলেট রোডের কুসুমবাগ এলাকায় এ রবি সেবার উদ্বোধন করা হয়।



উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌর সভার মেয়র ফয়জুল করিম ময়ূন, রবি’র হেড অফ সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট (মার্কেট) নাজির আহমদ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলাউড় রহমান টিপু, থানা আওয়ামী লীগের সভাপতি মসুদ আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ নওসের আলী, রিজিওনাল ম্যানেজার জসিম উদ্দিন, এরিয়া ম্যানেজার ওয়ারেছুর রহমান, সেন্টার ম্যানেজার ইসমাইল হোসেন, আরটিএম ফাহমিদ জাহান নাইম, ডিস্ট্রিবিউটর সৈয়দ মেহবুব মোর্শেদসহ (মাহবুব) স্থানীয় সাংবাদিকরা।

উদ্বোধন শেষে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।