ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টার্বোকিউএএম প্রযুক্তির আসুসের নতুন রাউটার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
টার্বোকিউএএম প্রযুক্তির আসুসের নতুন রাউটার

আসুসের টার্বোকিউএম প্রযুক্তির ওয়্যারলেস রাউটার এখন দেশের বাজারে। উচ্চ-গতিসম্পন্ন আরটি-এন১৮ইউ মডেলের নতুন এই রাউটারটি এনেছে গ্লোবাল ব্র্যান্ড।

পণ্যটিতে টার্বোকিউএম প্রযুক্তি থাকায় ৬০০ মেগাবিট পার সেকেন্ড ডেটা রেটে ২.৪ গিগাহার্জ অপারেটিং সিস্টেমে কাজ করে।

এতে টার্বো এনএটি, ১২৮ মেগাবাইট ফ্ল্যাশ এবং ২৫৬ মেগাবাইট ৠাম বিল্ট-ইন থাকায় অনলাইন গেমিংয়ের পাশাপাশি সর্বোচ্চ ৩০০,০০০ ডেটা সেশন বা অনলাইন মাল্টিটাস্ক পরিচালনা করতে পারে।

রাউটারটিতে আরো রয়েছে ১টি গিগাবিট ওয়্যান পোর্ট এবং ৪টি গিগাবিট ল্যান পোর্ট। এছাড়া ফাইল শেয়ারিং, প্রিন্টার শেয়ারিং, ইউএসবি স্টোরেজ ডিভাইস সংযোগ এবং ৩জি/৪জি মডেমের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের জন্য ২টি বিল্ট-ইন ইউএসবি পোর্ট।

৮ হাজার টাকায় পাওয়া যাবে রাউটারটি।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।