ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২৩ লাখ প্রান্তিক নারীকে ইন্টারনেট প্রশিক্ষণ দিল গ্রামীণফোন-নকিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
২৩ লাখ প্রান্তিক নারীকে ইন্টারনেট প্রশিক্ষণ দিল গ্রামীণফোন-নকিয়া

ঢাকা: দেশের প্রান্তিক এলাকার ২৩ লাখ নারীকে ইন্টারনেট বিষয়ে তথা ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ দিয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও মোবাইল ফোন ব্র্যান্ড নকিয়া। প্রশিক্ষণটি চলমান রয়েছে।

এ প্রশিক্ষণ (ডিজিটাল লিটারেসি) চলবে বছরের বাকি সময়জুড়ে।

জিপি ইন্টারনেটের দুনিয়া সবার- প্রতিপাদ্য নিয়ে বিশেষ এ ক্যাম্পেইনটি সাড়া ফেলেছে প্রান্তিক এলাকার লোকজনের মাঝে। সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান। অনুষ্ঠানে গ্রামীণফোন, নকিয়া ও সেলেক্সট্রা লিমিটেডের ক্যাম্পেইন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনটি পরিচালনা করছে নকিয়া মোবাইলের একমাত্র বাংলাদেশি ডিস্ট্রিবিউটর ও উৎপাদক প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড। টঙ্গীতে সেলেক্সট্রার নিজস্ব কারখানায় নকিয়ার ফোনগুলো তৈরি করছে এবং দেশের সর্বত্র বাজারজাত করছে দেশীয় এ প্রতিষ্ঠানটি।

সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পরিচালিত এ ক্যাম্পেইনে দেশের প্রান্তিক নারীদের ডিজিটাল লিটারেসি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা সঠিকভাবে ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে ধারণা পাচ্ছেন। ইন্টারনেটের ভালো-মন্দ, ব্যক্তি জীবনের ব্যবহার, ইন্টারনেটে কীভাবে নিরাপদ থাকা যায়- সেসব বিষয় তারা হাতে-কলমে শিখতে পারছেন। এ প্রশিক্ষণ নিলে তারা প্রযুক্তি বিষয়ে পারদর্শী হয়ে উঠতে পারবেন, যা তাদের উদ্যোক্তা হওয়া থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রেই কাজে আসবে। গ্রামীণফোন এ ক্যাম্পেইনের মাধ্যমে এ পর্যন্ত ১৭টি জেলার ২৩ লাখের বেশি নারীকে ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।