ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আম্বার আইটির গ্রাহকরা পাবেন ফ্রি চিকিৎসাসেবা 

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
আম্বার আইটির গ্রাহকরা পাবেন ফ্রি চিকিৎসাসেবা 

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি সারা দেশে গ্রাহকদের ফ্রি চিকিৎসাসেবা দেবে। অনলাইনে এ সেবা দেবে প্রতিষ্ঠানটি।

 

এ লক্ষ্যে আম্বার আইটি ও ডিজিটাল হেলথ কেয়ার সার্ভিস প্রভাইডর ডকটাইম বাংলাদেশের মধ্যে সম্প্রতি স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।  

এ চুক্তির মাধ্যমে আম্বার আইটির ইন্টারনেট ব্যবহারকারীরা ডকটাইম থেকে ফ্রি স্বাস্থ্যসেবা পাবেন।  

আম্বার আইটির প্রধান কার্যালয় নাভানা টাওয়ারে এই চুক্তি স্বাক্ষরিত হয়।  

আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আমিনুল হাকিম এবং ডকটাইম বাংলাদেশের চেয়ারম্যান মিসবাহ-উল আহসানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।