ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প

‘ভার্চুয়াল ভিউ’য়ে আকিজ সিরামিকস

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
‘ভার্চুয়াল ভিউ’য়ে আকিজ সিরামিকস ছবি: দীপু-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নতুন বাড়ি করছেন? রুম, বাথরুম, ফ্লোর ও দেয়ালে কোন ডিজাইন আর সাইজের টাইলস দেবেন? এখন সে চিন্তার দিন শেষ। এখন ঘরে বসেই অ্যান্ড্রয়েড ফোনে এক ক্লিকেই সে সমাধান দিচ্ছে আকিজ সিরামিকস।

ঢাকা: নতুন বাড়ি করছেন? রুম, বাথরুম, ফ্লোর ও দেয়ালে কোন ডিজাইন আর সাইজের টাইলস দেবেন? এখন সে চিন্তার দিন শেষএখন ঘরে বসেই অ্যান্ড্রয়েড ফোনে এক ক্লিকেই সে সমাধান দিচ্ছে আকিজ সিরামিকস

অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনে ‘আকিজ সিরামিকস লাইভ ডেমো (akij ceramics live demo) নামে অ্যাপসটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে সহজেই এ সুবিধা নিতে পারেন ক্রেতারা

দেশের সিরামিক খাতের মধ্যে প্রথম কোনো কোম্পানি অ্যাপসের ‘ভার্চুয়াল ভিউ’র মাধ্যমে এ সেবা দিচ্ছে বলে জানিয়েছেন আকিজ সিরামিকসের এরিয়া ম্যানেজার ইফতেখার আলম

শুক্রবার (০২ ডিসেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) ‘হোম ফেস্ট ঢাকা ২০১৬’ এ আকিজ সিরামিকসের স্টলে তিনি এ কথা জানান দ্বিতীয়বারের মতো দুই দিনব্যাপী (২ ও ৩ ডিসেম্বর) এ মেলার আয়োজন করেছে উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেডকোম্পানিটি মেলার ইভেন্ট পার্টনারও

ইফতেখার আলম বলেন, রুচিশীল ক্রেতাদের কাছে আকিজ সিরামিকস ভার্চুয়াল ভিউ বেশ সাড়া জাগিয়েছেরুম, দেয়াল, ফ্লোরের সাইজ অনুযায়ী সব আপডেট ডিজাইনের টাইলস দেওয়া আছে সেখানে।  
‘কোন ডিজাইন, কোন সাইজের টাইলস লাগবে তা পছন্দ করে নিতে পারবেন ক্রেতারাকোনো ক্রেতা এ অ্যাপসে পছন্দ করে আরও বিস্তারিত জানতে চাইলে তার প্রতিষ্ঠান বা বাসায় গিয়ে বিস্তারিত পরামর্শ দেওয়া হয়ে থাকে। ’

ইফতেখার আলম বলেন, হোম ফেস্টে সম্পূর্ণ নতুন ও উন্নত কোয়ালিটির ১২×২০ ইঞ্চি সাইজের ওয়াল টাইলস নিয়ে আসা হয়েছেপ্রতি স্কয়ার ফিট দাম পড়বে ৬৭ টাকা শিগগির ১২×২৪ ইঞ্চির ওয়াল টাইলস বাজারে আসবেবর্তমানে আকিজ সিরামিকসের ৩ সাইজের দেয়াল ও ৩ সাইজের ফ্লোর টাইলস রয়েছেআরও ২ সাইজের ওয়াল টাইলস আসছে। ’

সংশ্লিষ্টরা বলেছেন, অত্যাধুনিক প্রযুক্তিতে মেশিনে টাইলস তৈরি করছে আকিজ সিরামিকসদৈনিক ৩৫ হাজার স্কয়ার মিটার টাইলস তৈরি হচ্ছে এখনআগামী বছর আরো ১২ হাজার স্কয়ার মিটার যোগ হবে।  

টাইলস তৈরিতে বিশ্বমানের কাঁচামাল ব্যবহার করা হয় জানিয়ে ইফতেখার আলম বলেন, ফ্লোর টাইলসে হাইডেফিনেশন প্রিন্ট একমাত্র আকিজ সিরামিকসই দিচ্ছে। ‘বর্তমানে কাস্টমার সার্ভিস তো রয়েছে, ভবিষ্যতে হোম সার্ভিস চালুরও পরিকল্পনা আছে, বলে জানান তিনি

হোমফেস্টে আকিজ সিরামিকস স্টলে আগত দর্শনার্থীদের ভার্চুয়াল ভিউ’র মাধ্যমে রুম, বাথরুম, ফ্লোর ও দেয়ালের টাইলস সম্পর্কে ধারণা দিচ্ছেন কর্মীরানতুন এ প্রযুক্তি গ্রহণে দর্শনার্থীদের মধ্যেও দেখা গেলো বেশ আগ্রহ

আকিজ সিরামিকসের স্টল ঘুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, নান্দনিক ডিজাইন আর সাধ্যের মধ্যে বিশ্বমানের টাইলস দিচ্ছে আকিজদেশে যে বিশ্বমানের টাইলস তৈরি হয় তা আকিজ দেখিয়ে দিচ্ছে 

 **ইস্কয়ার পণ্য কিনলেই নগদ ছাড়-গিফট
**রান্না হবে স্মার্ট কিচেনে

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
আরইউ/এমএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।