ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ত্রিপুরায় বিধানসভার ৪ আসনে উপ-নির্বাচন ২৩ জুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মে ২৫, ২০২২
ত্রিপুরায় বিধানসভার ৪ আসনে উপ-নির্বাচন ২৩ জুন

আগরতলা (ত্রিপুরা, ভারত): ত্রিপুরায় রাজ্য বিধানসভার চারটি শূন্য আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে  ভারতের নির্বাচন কমিশন। বুধবার (২৫ মে) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে উপ-নির্বাচনের এই তারিখ ঘোষণা করেছে তারা।

এতে বলা হয় আগামী ৩০ মে উপ-নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ জুন, মনোনয়নপত্র বাছাই ৭ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জুন। আর উপ-নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ জুন, গণনা হবে ২৬ জুন এবং  ২৮ জুনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএমের মাধ্যমে। এতে ভিপি প্যাড থাকবে।


যেসব আসনে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হল- ৬ আগরতলা, ৮ টাউন বড়দোয়ালী, ৪৬ সুরমা এবং ৫৭ যুবরাজনগর।

ত্রিপুরার পাশাপাশি একই দিনে পাঞ্জাব, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, ঝাড়খন্ডেও রাজ্য আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে, ২০২২
এসসিএন/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।