ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন স্থগিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন স্থগিত রাজ্যপাল জগদীপ ধনখড়

ঢাকা: পশ্চিমবঙ্গের বিধানসভার অধিবেশন স্থগিত করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবার (১২ ফেব্রুয়ারি) এক আদেশে তিনি বিধানসভার অধিবেশন স্থগিত করেন।

আদেশে জগদীপ ধনখড় বলেছেন, সংবিধানের আর্টিকেল ১৭৪-এর দুই ধারার ‘এ’ উপধারার বলে আমি, পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় ১২ ফেব্রুয়ারি থেকে বিধানসভার অধিবেশন স্থগিত রাখছি।

এদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, স্বতঃপ্রণোদিত সিদ্ধান্ত নেননি রাজ্যপাল। রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার কথা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে অযথা ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ মন্ত্রিসভার সুপারিশ মেনেই রাজ্যপাল অধিবেশন স্থগিত করেছেন। রাজ্যপাল কোনো স্বতঃপ্রণোদিত সিদ্ধান্ত নেননি।

তিনি আরও জানান, মন্ত্রিসভার ঠিক করে দেওয়া দিনক্ষণ অনুযায়ী পরবর্তীতে অধিবেশন ডাকবেন রাজ্যপাল।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।