ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

সাংসদ পদ ছাড়লেন বাবুল সুপ্রিয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
সাংসদ পদ ছাড়লেন বাবুল সুপ্রিয়

সাংসদ পদ ছেড়ে দিলেন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।  

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেন বাবুল সুপ্রিয়।

খবর আনন্দবাজার পত্রিকার।

ওই পত্রিকার খবরে বলা হয়েছে, গত আগস্টে কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়তে হয় বাবুলকে। মন্ত্রিত্ব থেকে বাদ পড়ার পরই বিজেপি ছাড়ার কথা ঘোষণা দেন তিনি।  

এর আগে, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে তৃণমূলে যোগ দেন বাবুল। সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য স্পিকারের কাছে একাধিকবার আবেদন জানান। শেষ পর্যন্ত মঙ্গলবার তাকে সময় দেন স্পিকার।

বাবুল আগেই জানিয়েছিলেন, তিনি যাদের টিকিটে নির্বাচিত সেই দল ছাড়লে এমপি পদ রাখা ‘অনৈতিক’ কাজ হবে।  

২০১৪ সালে লোকসভা ভোটে বিজেপির টিকিটে আসানসোল থেকে এমপি নির্বাচিত হন বাবুল। পরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আরও বড় ব্যবধানে বিজয়ী হন তিনি। এবারও মোদীর মন্ত্রিসভায় ছিলেন। কিন্তু সম্প্রতি মন্ত্রিসভা সম্প্রসারণে বাদ পড়েন বাবুল।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।