ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

৫০ লাখ রুপির গাঁজা জব্দ করলো ত্রিপুরা পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
৫০ লাখ রুপির গাঁজা জব্দ করলো ত্রিপুরা পুলিশ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা থেকে বর্হিঃরাজ্যে পাচারকালে পুলিশ জব্দ করেছে পাঁচশ কেজি গাঁজা।  

শুক্রবার (২৮ আগস্ট) ত্রিপুরা পুলিশের কাছে আগাম খবর আসে যে বর্হিঃরাজ্যে গাঁজা পাচার হবে।

 

খবর পেয়ে উত্তর জেলার অন্তর্গত ত্রিপুরা আসাম সীমান্তের চুরাইবাড়ী থানার পুলিশ জাতীয় ৮ নম্বর সড়কে তল্লাশি শুরু করে। তল্লাশিকালে একটি ট্রিপার ট্রাক থেকে মোট ৫০টি গাঁজাভর্তি প্যাকেট জব্দ হয়।  

ট্রাকের পেছনে একটি গোপন জায়গায় গাঁজার প্যাকেটগুলো লুকানো ছিল। যার মোট ওজন পাঁচশ কেজি বলে সংবাদমাধ্যমকে জানান উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।  

এ ঘটনায় গাড়ি জব্দ করে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ গাঁজার বাজারমূল্য অনুমানিক ৫০ লাখ রুপি বলে জানান উত্তর জেলার পুলিশ সুপার।  

বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।