ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

এক তৃতীয়াংশ দিল্লিবাসীর শরীরেই করোনা অ্যান্টিবডি!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
এক তৃতীয়াংশ দিল্লিবাসীর শরীরেই করোনা অ্যান্টিবডি! প্রতীকী ছবি

কলকাতা: করোনা ভাইরাসের ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি। তবে লক্ষ্যণীয় বিষয় ভারতীয়দের মধ্যে ক্রমশই বাড়ছে করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা।

এরইমধ্যে রাজধানী দিল্লির এক তৃতীয়াংশ মানুষের শরীরেই অ্যান্টিবডি পাওয়া গেছে, সাম্প্রতিক ‘সেরো সার্ভে রিপোর্ট’ সেই ইঙ্গিতই দিয়েছে।

শরীরের মধ্যে নিজে থেকেই তৈরি হয়েছে অ্যান্টিবডি অর্থাৎ করোনা ভাইরাস শরীরে প্রবেশ করেও কাবু করতে পারেনি অনেককেই। এমনকি কোনো উপসর্গও দেখা দেয়নি সেসব মানুষের শরীরে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই তা সামলে দিয়েছে বলে জানিয়েছে ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ’ (আইসিএমআর)।

সমীক্ষা রিপোর্ট বলছে, দিল্লির ২৯ দশমিক ১ শতাংশ মানুষ নিজের অজান্তেই ভাইরাসের মোকাবিলা করেছেন। অর্থাৎ এক তৃতীয়াংশ মানুষের শরীরেই অ্যান্টিবডি ছিল। ১৮ থেকে ৫০ বছর বয়সের ১৫ হাজার মানুষের মধ্যে এই সমীক্ষা হয়েছে।

তবে শুধু দিল্লি নয়, আইসিএমআরের নির্দেশ অনুযায়ী দিল্লিসহ ভারতের বিভিন্ন রাজ্যে এই সার্ভে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে এই সার্ভে চলছে কলকাতা, হাওড়া, আলিপুরদুয়ারে। তবে সমগ্র দেশের রিপোর্ট প্রকাশ হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে সংস্থাটি।

ওই সংস্থার বিজ্ঞানী তথা ‘এপিডেমিনোলজি অ্যান্ড কমিউনিকেবল ডিজিসেস’ বিভাগের প্রধান ড. সমীরণ পাণ্ডা জানান, সমীক্ষায় বোঝা যাচ্ছে, শরীরে করোনার সঙ্গে লড়ার ক্ষমতা অনেকেরই রয়েছে। এটা ভালো দিক। তবে এমনও হতে পারে, যে পরিমাণে ভাইরাস ঢুকেছিল, তা জ্বর, কাশি, শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরি করতে পারেনি। তাই কোনো উপসর্গ দেখা দেয়নি। তবে উপসর্গহীনদের থেকেও সংক্রমণের আশঙ্কা রয়েছে। ফলে মাস্ক পরার মতো সাবধানতা অবলম্বন করতেই হবে সবাইকে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
ভিএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।