ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ভারতে ডিসেম্বরেই আসতে পারে করোনা ভ্যাকসিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
ভারতে ডিসেম্বরেই আসতে পারে করোনা ভ্যাকসিন ছবি- প্রতীকী

কলকাতা: করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। কবে মিলবে রেহাই? কবে পাওয়া যেতে পারে ভ্যাকসিন? উত্তরের অপেক্ষায় গোটা দুনিয়া।

দিন দিন সংক্রমণ যে হারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে করোনার ভ্যাকসিন হাতে পেতে মরিয়া ভারতও। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই ভারতে করোনা ভ্যাকসিন মিলতে পারে বলে আশাবাদ জানিয়েছে বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।  

সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের শেষের দিকেই ভারতে মিলবে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ‘কোভিশিল্ড’। সব ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসেই ভারতের বাজারে পাওয়া যেতে পারে এ ভ্যাকসিন।

এ প্রসঙ্গে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা জানিয়েছেন, ভারতে এ ভ্যাকসিনের দাম হতে পারে ২০ হাজার রুপির মধ্যে। তবে এমনও হতে পারে, সরকার বিনামূল্যে দেশবাসীকে এ ভ্যাকসিন বিতরণ করবে।

উল্লেখ্য, করোনার ভ্যাকসিন আবিষ্কারে আপাতত বিশ্বের ১৬টি দেশের মধ্যে চলা তীব্র প্রতিযোগিতার অন্যতম অংশীদার ভারতও। কারা প্রথম এই টিকা তৈরি করবে, তা নিয়ে দিন দিন বিশ্ব জুড়ে কৌতূহল বাড়ছে। তবে এখন পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কারে সবচেয়ে ইতিবাচক বার্তা দিয়েছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ উৎপাদনকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগ। অ্যাস্ট্রাজেনেকার ভারতীয় অংশীদার সিরাম ইনস্টিটিউট।

সিরাম ইন্সটিটিউট জানিয়েছে, সম্ভবত ডিসেম্বর মাসেই ভারতে চলে আসবে করোনা ভ্যাকসিন। প্রথম দফায় ৪০ কোটি ভায়াল তৈরি করা হবে। তারপর আরও ৬০ কোটি। সব মিলিয়ে ১০০ কোটি ভ্যাকসিনের ভায়াল তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
ভিএস/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।