ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ভারতে একদিনে রেকর্ড ২৭১১৪ জনের করোনা শনাক্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
ভারতে একদিনে রেকর্ড ২৭১১৪ জনের করোনা শনাক্ত

কলকাতা: গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে ২৭ হাজার ১১৪ জন। যা এখনও পর্যন্ত সব রেকর্ড ভেঙে দেশটিতে এটাই সর্বাধিক। মোট করোনা আক্রান্তের নিরিখে বিশ্বে ভারতের স্থান মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা আট লাখ পেরিয়ে গেছে। বর্তমানে ভারতে করোনা পজিটিভ রয়েছেন আট লাখ ২০ হাজার ৯১৬ জন।

তবে করোনার এ বাড়বাড়ন্তের মধ্যেই স্বাস্থ্য কর্তারা আশার আলো দেখাচ্ছে সুস্থ হওয়ার সংখ্যায়। ভারতে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন পাঁচ লাখ ১৫ হাজার ৩৮৬ জন। এছাড়া করোনায় প্রাণ গেছে মোট ২২ হাজার ১২৩ জনের।

অপরদিকে আগামী ১৫ আগস্ট করোনা ভ্যাকসিন আসার কোনো সম্ভাবনাই নেই। সংসদীয় কমিটিকে জানিয়ে দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক। মন্ত্রক তরফে বলা হয়েছে, আগামী বছরের শুরুর দিকে বাণিজ্যিকভাবে করোনা ভ্যাকসিন মিলতে পারে। তবে সেই ভ্যাকসিন ভারতেও প্রস্তুত হতে পারে, আবার বাইরে থেকেই আনা হতে পারে।

এছাড়া পৃথিবীতে ১২ কোটি মানুষ করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৫৬ হাজার ৩৮৩ জনের। কয়েকশরও বেশি বিজ্ঞানী জানান, তাদের সবার কাছেই প্রমাণ আছে এ নোভেল করোনা ভাইরাস কেবলমাত্র বায়ুবাহিতই। প্রাথমিকভাবে না মানলেও এবার হু-এর তরফে জানানো হয়, করোনা বায়ুবাহিত এ তথ্য এখনই বাতিল করা হচ্ছে না।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
ভিএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।