ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

কাশ্মীরে সন্ত্রাসীদের গুলিতে বাবা-ভাইসহ বিজেপি নেতা নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
কাশ্মীরে সন্ত্রাসীদের গুলিতে বাবা-ভাইসহ বিজেপি নেতা নিহত শেখ ওয়াসিম বারি

কলকাতা: উত্তর কাশ্মীরের বন্দিপোরায় সন্ত্রাসী হামলায় বাবা ও ভাইসহ বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি নিহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) স্থানীয় সময় রাত ৯ টায় এ হামলার ঘটনা ঘটে।

 ওয়াসিম বিজেপির সাবেক জেলা প্রেসিডেন্ট ছিলেন।  

ওই অঞ্চলের পুলিশ (ডিজিপি) দিলবাগ সিং জানিয়েছেন, বন্দিপোরায় এলাকার পুলিশ স্টেশনের বাইরে নিজেদের দোকানের বাইরে বসেছিলেন স্থানীয় বিজেপি নেতা ওয়াসিম বারি। তার সঙ্গে ছিলেন বাবা বসির আহমেদ ও ভাই উমর। রাত ৯টা নাগাদ তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় কয়েকজন সন্ত্রাসী। এসময় মাটিতে লুটিয়ে পড়েন তিনজন।  

বারি, তার ভাই ও বাবাকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, বারি পরিবারের নিরাপত্তার দায়িত্বে আট জন কর্মী ছিলেন। কিন্তু সন্ত্রাসী হামলার সময় তারা কেউ উপস্থিত ছিলেন না। সন্ত্রাসবাদীদের সঙ্গে ষড়যন্ত্র করার অভিযোগে ওই আট জনকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
ভিএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।