ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

আড়াই মাস পর ছন্দে ফিরলো টলিপাড়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুন ১২, ২০২০
আড়াই মাস পর ছন্দে ফিরলো টলিপাড়া

কলকাতা: দীর্ঘ আড়াই মাস পর শুক্রবার (১২ জুন) অবশেষে ছন্দে ফিরলো টালিগঞ্জ স্টুডিওপাড়া। শহরের বিভিন্ন স্টুডিওতে শুরু হলো টিভি সিরিয়ালের শুটিং। শুটিং চলছে সরকারি নিয়ম মেনেই। বর্তমানে টলিপাড়ার প্রতিটা স্টুডিওতে আঁটোসাঁটো কড়া নিরাপত্তার ব্যবস্থা। বিনা অনুমতিতে ভেতরে প্রবেশ নিষেধ। ফ্লোরের বাইরেই রয়েছে স্যানিটাইজারের ব্যবস্থা। কিছু স্টুডিওতে প্রবেশের আগে পরীক্ষা করা হচ্ছে দেহের তাপমাত্রা।

শুটিংয়ের জন্য প্রস্তুত দুই শিল্পী, ছবি: বাংলানিউজস্টুডিওর কলাকুশলী থেকে শুরু করে টেকনেশিয়ান প্রত্যেকের মুখেই মাস্ক। কলাকুশলীদের একমাত্র মাস্ক খোলার অনুমতি দেওয়া হয়েছে ক্যামেরার সামনে শট দেওয়ার সময়।

সবাই খাবার এনেছেন বাড়ি থেকে। একে অপরের মেকাপ কেউ ব্যবহার করতে পারবেন না। ফলে প্রোডাকশন হাউস শুধু মেকাপ ম্যান দেবে। মেকাপ কিট আনতে হবে কলাকুশলীদের। প্রতিটা মেকাপ ম্যানকে বাধ্যতামূলক পরতে হবে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)।

দীর্ঘদিনের বিরতির পর স্টুডিওতে আসতে পেরে সবাই খুশি। শিল্পীদের কথায়, মনের মধ্যে একটা ভয় কাজ করলেও শুটিং শুরু করতে পেরে ভালো লাগছে। একদম নতুন অভিজ্ঞতা। তবে বেশিক্ষণ মাস্ক পরে থাকলে মেকআপ নষ্ট হচ্ছে।
মেকআপরুম, ছবি: বাংলানিউজএদিন টালিগঞ্জের ‘ইন্দ্রপুরী’ স্টুডিওতে শুরু হলো ‘করুণাময়ী রানি রাসমণি’র শুটিং। উল্টোদিকে ১৩ নম্বর স্টুডিওতে তখন চলছিল ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের শ্যামা-নিখিল জুটির শুটিং।

অপরদিকে, টলিপাড়ার ভারতলক্ষ্মী স্টুডিওতে তখন চলছে ‘ত্রিনয়ণী’ সিরিয়ালের শুটিং। এছাড়া ‘শ্রীময়ী’, ‘মোহর’ ও ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘প্রথমা কাদম্বিনী’ ধারাবাহিকের শুটিংও এদিন থেকেই শুরু হলো।

বাদ-বিবাদ মিটে যেতে স্টুডিওগুলো খুলতেই সব ফ্লোরে শান্তিপূর্ণভাবে কাজ চলছে। কোথাও কোনো সমস্যার কথা শোনা যায়নি। ফলে কোথাও দম ফেলার সময় নেই শিল্পী, কলাকুশলী, টেকনেশিয়ান কারোই। প্রতিটা ফ্লোরই শুক্রবার ছিল ব্যস্ততা। খুব তাড়াতাড়ি শুরু হবে সিনেমার শুটিংও।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুন ১২, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।