ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

করোনায় পশ্চিমবঙ্গে দ্বিতীয় মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
করোনায় পশ্চিমবঙ্গে দ্বিতীয় মৃত্যু

কলকাতা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে দুইজনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ রোগে। এবার যিনি মারা গেছেন, তিনি ৪৪ বছরের নারী। এর আগে যিনি মারা যান, তিনি ৬৫ বছরের বৃদ্ধা ছিলেন।

এছাড়া রাজ্যের স্বাস্থ্যদপ্তরের সূত্রের খবর, শনিবার (২৮ মার্চ) থেকে রোববার (২৯ মার্চ) পর্যন্ত অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে আলিপুরের সেনা হাসপাতাল তথা কমান্ড হাসপাতালের এক চিকিৎসকসহ তিনজনের করোনা পজেটিভ মিলেছে। একইসঙ্গে রাজ্যে এই প্রথম কোনো চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্যভবনের শেষ বুলেটিন অনুযায়ী, করোনা ভাইরাসে পশ্চিমবঙ্গে এ পর্যন্ত আক্রান্ত ২২ জন। মৃত দুইজন। এছাড়া গোটা রাজ্যে ৪৭ হাজার ১৩০ জনকে ঘরবন্দি করে রাখা হয়েছে।

রাজ্যের যখন এই হাল, তখন পশ্চিমবঙ্গসহ গোটা ভারতে সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত করোনায় আক্রান্ত সংখ্যা এক হাজার ১৮৬ জন। মৃত ৩০।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
ভিএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।