ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

করোনা ভাইরাসে কলকাতায় প্রথম মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
করোনা ভাইরাসে কলকাতায় প্রথম মৃত্যু

কলকাতা: প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে কলকাতা তথা পশ্চিমবঙ্গে প্রথম একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৫৫ বছর। এ নিয়ে গোটা ভারতে আটজনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত।

এছাড়া দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪২৪ জন। এরমধ্যে পশ্চিমবঙ্গে আক্রান্ত আছেন সাতজন।

সোমবার (২৩ মার্চ) বিকেল ৩টা ৪৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত ১৬ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন দমদমের ওই বাসিন্দা।

জানা গেছে, যে ব্যক্তি মারা গেছেন, তার পুরো পরিবার ইতালি থেকে দেশে ফিরেছিলেন। এই পরিবারের বাকি সাতজন একই হাসপাতালে ভর্তি আছেন।

সবমিলে কলকাতায় আক্রান্ত সংখ্যা সাতজন হলেও এতটা আশঙ্কা ছিল না এতদিন। ওই ব্যক্তির মৃত্যুতে আশঙ্কা চেপে বসেছে কলকাতাবাসীর মধ্যে।

এদিকে, সোমবার বিকেল ৫টা থেকে লকডাউন হবে কলকাতা। এর আগে এমন খবরে কলকাতাবাসী যথেষ্ট উদ্বিগ্ন। ফলে রাস্তাঘাট একদমই ফাঁকা। এতটাই ফাঁকা হয়েছে, যেন মনে হচ্ছে শহরজুড়ে হরতাল চলছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
বিএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।