ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

এবার কলকাতায় করোনা রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এবার কলকাতায় করোনা রোগী শনাক্ত কলকাতায় করোনা রোগী শনাক্ত: ছবি-সংগৃহীত

ঢাকা: কলকাতায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমিত একজনকে শনাক্ত করা গেছে।

গেল ১৫ মার্চ লন্ডন থেকে ফেরা ১৮ বছর বয়সী একজনের দেহে করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে বলে জানিয়েছে পশ্চিম বঙ্গ সরকার।

আক্রান্তের বাবা-মা ও তাদের গাড়ি চালককে শহরের একটি হাসপাতালের আইসোলেটেড ওয়ার্ডে নজরদারীতের রাখা হয়েছে।

ভারতে এ পর্যন্ত ১৩৭ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা গেছে এবং দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে সারা বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজারের বেশি এবং মারা গেছেন কম পক্ষে ৭ হাজার ১৭৬ জন।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এমইউএম/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।