ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

কাশ্মীরের পাশে মমতা, অটলের কবিতা উদ্ধৃত করে মোদিকে তোপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
কাশ্মীরের পাশে মমতা, অটলের কবিতা উদ্ধৃত করে মোদিকে তোপ

কলকাতা: ‘কাশ্মীরের মানবাধিকার ও শান্তির জন্য প্রার্থনা করি। ১৯৯৫ সালেও সরব হয়েছিলাম এই মানবাধিকার রক্ষা ও পুলিশ লকআপে মৃত্যুর প্রতিবাদে। ২১ দিন রাস্তায় নেমে আন্দোলন করেছিলাম।’

বিশ্ব মানবিকতা দিবসে সোমবার (১৯ আগস্ট) টুইট করে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অবশ্য এরআগে, এক টুইটে সরাসরি তোপ দেগেছে মোদির বিরুদ্ধে।

শুক্রবার (১৬ আগস্ট) ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ছিল মৃত্যুবার্ষিকী। তাকে শ্রদ্ধা জানিয়ে টুইট করে মমতা লেখেন, ‘ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে তার প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রণাম জানাই। আজকের দিনে তার কিছু কথা মনে পড়ছে- ‘বন্দুক দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধান ইনসানিয়াত, জামহুরিয়াত ও কাশ্মীরীয়াত এই তিনটি নীতি দ্বারা সম্ভব। ’

সাবেক প্রধানমন্ত্রী কবিতার লাইন উদ্ধৃত করে মমতা বন্দ্যোপাধ্যায় এই টুইট যে ৩৭০ ধারা রদ ও বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে মোদিকে তোপ দেগেছেন একথা স্পষ্ট। তবে এখনও থমথমে কাশ্মীর। শনিবার কিছু দোকান খুলেছিল। রোববার শ্রীনগর ছিল একেবারেই জনমানব শূন্য। তবে সোমবার কাশ্মীরে  ১৯০টি প্রাথমিক বিদ্যালয় খুলেছে বলে জানিয়েছেন কাশ্মীরের মুখ্যসচিব (পরিকল্পনা ও উন্নয়ন) রোহিত কানসল।  

তিনি জানান, এর পাশাপাশি বিভিন্ন ধরনের বিধিনিষেধও শিথিল করা হচ্ছে। কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
ভিএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।