ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

বিজেপিতে যোগ দিলেন সানি দেওল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
বিজেপিতে যোগ দিলেন সানি দেওল বিজেপিতে যোগ দিলেন সানি দেওল। ছবি: সংগ্রহীত

কলকাতা: এবার বলিউড তারকা সানি দেওল যোগ দিলেন বিজেপিতে। মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দান করেন। ধারণা করা হচ্ছে, সানিকে পঞ্জাব রাজ্যের গুরদাসপুর আসন থেকে প্রার্থী করা হবে।

১৯ এপ্রিল পুনে বিমানবন্দরে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেন ধর্মেন্দ্র পুত্র। সেখানেই অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন সানি দেওল।

তারপর থেকেই তার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে।

পঞ্জাবে আঞ্চলিক দল ‘শিরোমনি অকালি’র সঙ্গে জোট রয়েছে বিজেপির। বিজেপি ওই রাজ্যের অমৃতসর, গুরদাসপুর এবং হোসিয়ারপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এদিকে সানি দেওলের বাবা ধর্মেন্দ্র ২০০৪ সালে বিজেপির হয়ে রাজস্থানের বিকানের থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান। তার সৎ মা হেমা মালিনী মথুরা থেকে এবারের বিজেপি প্রার্থী।   পরিবারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিজেপিতে নাম লেখালেন সানি।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ২৩ এপ্রিল, ২০১৯
ভিএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।