ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

একইদিনে রাজ্যের দুই প্রান্তে জনসভা করবেন মোদী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
একইদিনে রাজ্যের দুই প্রান্তে জনসভা করবেন মোদী

কলকাতা: ভারতের লোকসভা নির্বাচনের আগে আগামী ৩ এপ্রিল পশ্চিমবঙ্গে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইদিনে শিলিগুড়ি ও কলকাতায় জনসভা করবেন তিনি। 

বিজেপির প্রধান রাজ্য দফতরে সাংবাদিকদের এমন তথ্যই জানান লোকসভা নির্বাচনের রাজ্যের অবজারভার মুকুল রায়।  

মুকুল বলেন, স্বাধীনতার পর একইদিনে এত কম সময়ে দু’টি জনসভা করার সাহস দেখাতে পারেনি এর আগে কোনো রাজনৈতিক দল।

কারণ দু’টি দুই প্রান্তে। শিলিগুড়িতে জনসভা হবে স্থানীয় সময় ১টা এবং কলকাতায় মোদী ভাষণ দেবেন ৩টায়।

আগামী ১১ এপ্রিল পশ্চিমবঙ্গে দু’টি জনসভা করার এমনই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এতো কম সময়ের মধ্যে হলেও জনসভা দুইটিতে প্রচুর জনসমাগম হবে বলে আশাবাদী মুকুল বাহিনী।

জানা গেছে, ভারতের অন্য রাজ্যের সঙ্গে এই প্রথম পশ্চিমবঙ্গেও সাত দফায় নির্বাচন হবে এবং প্রতি দফার আগে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

এতে বোঝাই যাচ্ছে পূর্ব ভারত দখলের জন্য ঝাঁপ দিয়েছে গেরুয়া বাহিনী। যে কোনো ভাবেই ‘মিশন বাংলা’ হাসিল করতেই হবে।

তবে নির্বাচনের আগে ভারতের জনমত সমীক্ষা বলছে, বাংলা দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  
 
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ২৫ মার্চ, ২০১৯
ভিএস/আরআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।