ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

পশ্চিমবঙ্গে ২৩ নভেম্বর থেকে তাপমাত্রা কমবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
পশ্চিমবঙ্গে ২৩ নভেম্বর থেকে তাপমাত্রা কমবে হাওড়া ব্রিজ এলাকায় শীতের প্রকোপের চিত্র

কলকাতা: পশ্চিমবঙ্গের বায়ুমণ্ডলে জলীয় বাষ্প কমছে সঙ্গে জোরালো হচ্ছে উত্তরের কনকনে ঠাণ্ডা হাওয়া। ফলে, তার জেরে শুক্রবার (২৩ নভেম্বর) থেকে পশ্চিমবঙ্গে তাপমাত্রা কমার আশা করছেন আবহাওয়াবিদরা। নভেম্বর মাসের অর্ধেকের বেশি দিন ইতিমধ্যে পার হয়ে গেছে। শুধুমাত্র মধ্যরাত ও ভোরের দিকে কিছুটা হালকা শীতে অনুভূত হচ্ছে। আবার বেলা বাড়লে কড়া রোদে বেশ গরম লাগছে। এখনও রাতে পাখা চালাতে বাধ্য হচ্ছেন বেশির ভাগ মানুষ।

কলকাতায় বৃহস্পতিবার (২২ নভেম্বর) সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩০.৮ ও ১৯.১ ডিগ্রি সেলসিয়াস।  

বঙ্গোপসাগরে উচ্চচাপ তৈরি হওয়ার জন্য গত কয়েকদিন ধরে বায়ুমণ্ডলে বেশি পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে।



কলকাতার আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, জলীয়বাষ্প বেশি থাকার কারণে তাপমাত্রা বেড়েছে। উত্তরে হাওয়া দুর্বল হয়ে গিয়েছে। তবে আগামীকাল থেকে ফের উত্তরের হাওয়া জোরালো হওয়ার সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরের উপর থাকা উচ্চচাপ বলয় দুর্বল হওয়ার জেরে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প কমবে। এর জেরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে ১৮ ডিগ্রির আশপাশে আসবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
 
দিন যত এগোবে, স্বাভাবিক তাপমাত্রার ততো পরিবর্তন হবে। স্বাভাবিক সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রাও কমবে। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির আশপাশে থাকে। এ রকম পরিস্থিতি এলে শীতের আমেজ এসেছে বলে মনে করেন আবহাওয়াদিরা। তখন শীতের অনুভূতি দিনের বেলাতেও থাকে। এটা হতে এখনও দেরি আছে। এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
 
নভেম্বর মাসে তাপমাত্রার এমনই ওঠা-নামা হয়ে থাকে। উত্তরের হাওয়া থমকে গেলেই সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। উত্তর ভারতে এখনও তাপমাত্রা খুব বেশি নামেনি। উত্তরের হাওয়া ওইদিক থেকেই আসে। বাতাসে জলীয়বাষ্প কম হলেই উত্তরের হাওয়া প্রভাব বাড়বে। তখনই তাপমাত্রা ধীরে-ধীরে নামতে থাকবে এমনই মনে করছেন আবহাওয়াবিদরা।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
ভিএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।