ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

কলকাতায় লাখো মুসল্লির ঈদের জামাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
কলকাতায় লাখো মুসল্লির ঈদের জামাত ঈদের জামাতে মুসল্লিরা। ছবি: বাংলানিউজ

কলকাতা: কলকাতাসহ সারাদেশে উদযাপিত হচ্ছে ‘ঈদুল আজহা’। ত্যাগের মহিমায় মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলো ‘ঈদুল আজহা’।

‘ঈদুল আজহা’ উপলক্ষে বুধবার (২২ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টায় কলকাতার রেডরোডে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ক্যুয়ারী ফাজলুর রহমান (ইমাম- ই- ইডেন)।

এদিকে বাংলাদেশ উপ দূতাবাসে এ উপলক্ষে নামাজ আদায় করেন উপ হাই কমিশনের কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা।

কলকাতার রেড রোড ছাড়াও পার্কসার্কাস, নাখোদা মসজিদ ও পশ্চিমবঙ্গের সব জেলাতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদের জামাত শামিল হয়েছিল লাখো মুসল্লি। মুসল্লিরা দেশের অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করেন। ঈদ উপলক্ষে নতুন পোশাকে বড়দের সঙ্গে উৎসবে মেতেছে শিশুরাও।

পরে মুসল্লিরা মায়ার পশুকে ভক্তি ভরে আল্লাহর কাছে উৎসর্গের পর ও শুভেচ্ছা বিনিময়ের পর একে অপরকে দাওয়াত দিয়েছেন তারা। ফলে ছুটির মেজাজে ঈদুল আজহার আনন্দে মেতেছে সব সম্প্রাদায়ের মানুষসহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা। সেজেছে বিভিন্ন মহল্লা। চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।