ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ইকো ট্যুরিজম পার্ক হচ্ছে শান্তিনিকেতনের খোয়াইয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, মে ২৪, ২০১৭
ইকো ট্যুরিজম পার্ক হচ্ছে শান্তিনিকেতনের খোয়াইয়ে শান্তিনিকেতনের খোয়াই

কলকাতা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের খোয়াই অঞ্চল  নতুন করে সাজানোর কথা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী খোয়াই ঘুরে সেখানে ইকো ট্যুরিজম পার্ক করার ঘোষণা দেন।

মুখ্যমন্ত্রী জানান, পরিবেশের কথা মাথায় রেখে খোয়াই অঞ্চলে পর্যটকদের জন্য কিছু সুবিধা দেওয়া দরকার। এ কারণে সেখানে রোদ, বৃষ্টি থেকে বাঁচতে কিছু ‘ছাউনি’, বসার ব্যবস্থা, পানির ব্যবস্থা করা হবে।



মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই এলাকা পরিদর্শন করেন জেলা শাসক পি মোহন গান্ধী। তিনি জানান, যত দ্রুত সম্ভব পরিবেশের কথা মাথায় রেখে সাজিয়ে ফেলা হবে খোয়াই।

এ প্রসঙ্গে বিশ্বভারতীর সঙ্গে আলোচনা করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। বিভিন্ন সময় খোয়াইয়ের পরিবেশ নষ্ট করে সেখানে বেসরকারি নির্মাণের অভিযোগ করেছেন ওই অঞ্চলের পরিবেশপ্রেমীরা।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ২৪ মে, ২০১৭
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।